দিল্লির নতুন পুলিশ কমিশনার রাকেশ আস্থানা, শুরু গুঞ্জন

Spread the love

দিল্লি পুলিশের নতুন কমিশনার নিযুক্ত হলেন রাকেশ আস্থানা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের প্রাক্তন আধিকারিক ছিলেন আস্থানা। বরাবরই বিতর্কিত অফিসার হিসেবে তাঁর নাম উঠে এসেছে। ১৯৮৪ সালের গুজরাতের আইপিএস অফিসারের ব্যাচে ছিলেন তিনি। তবে ২০১৮ সালে বিতর্কে জড়ানোর জন্য সিবিআইয়ের আধিকারিকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। ঘুষ নেওয়া সংক্রান্ত একটি ঘটনায় নাম জড়িয়ে পড়ে তাঁর। তারপর দীর্ঘ তদন্তের শেষে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিনচিট পান আস্থানা। এরপর বিএসেফের প্রধান হিসাবে নিযুক্ত হন রাকেশ আস্থানা। তিনিই এবার দিল্লি পুলিশের কমিশনার হিসাবে নিযুক্ত হলেন।

তবে বিতর্কিত এই আইপিএসকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশের নতুন কমিশনার হিসাবে নিযুক্ত করায় ইতিমধ্যেই নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*