রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বড় ঘোষণা মরিশাস সরকারের! মদ বিক্রি রুখতে কড়া বিজেপি

Spread the love

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করা হবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উদ্বোধন করবেন রাম মন্দির। মরিশাস সরকার এবার এক অভিনব সিদ্ধান্ত নিল। সেখানকার সরকার ঘোষণা করল রাম মন্দির উদ্বোধনের দিন সেখানে দুঘন্টার বিশেষ ছুটি দেওয়া হবে। মরিশাসে প্রচুর হিন্দুধর্মের মানুষ বাস করেন। তাঁদের মধ্যে অনেকেই মরিশাসের গুরুত্বপূর্ণ পদে চাকরিও করেন। তাই এই বিশেষ ছুটির কথা ঘোষণা করল মরিশাস সরকার। সেদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। মরিশাসের প্রধানমন্ত্রী এই দুঘন্টার ছুটির বিষয়টি সকলকে জানিয়েছেন।

প্রসঙ্গত, মরিশাসে প্রচুর হিন্দুধর্মের মানুষ বাস করেন। এখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই হিন্দু। নেপাল, ভারতের পর মরিশাস এমন একটি দেশ যেখানে এত হিন্দুধর্মের মানুষের বাস। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তামিননাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ থেকে আসা প্রচুর মানুষ মরিশাসে বাস করেন।

অন্যদিকে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি বন্ধ রাখতে জেএমএম পরিচালিত ঝাড়খণ্ড সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে বিজেপি। রাজ্য বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন। হেমন্ত সরকার এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি।

তবে চারটি বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যে ২২ জানুয়ারি মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল উত্তর প্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২২ জানুয়ারি মদের সব ধরনের দোকান বন্ধ থাকবে। হোটেল, রেস্তোরাতেও মদ সরবরাহ করা যাবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*