রামকৃষ্ণ মিশনের ১২৫ বছরে গবেষণা, IPS, IAS হওয়ার প্রশিক্ষণ দেওয়ার নতুন উদ্যোগ

Spread the love

বুদ্ধ পূর্ণিমায় নিউটাউনে বিবেক তীর্থর উদ্বোধন। উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ। এই উৎকর্ষ কেন্দ্রে উচ্চ শিক্ষায় গবেষণা, আইপিএস, আইএএস হওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে। দরিদ্র মানুষকে আইনি সহায়তা দেওয়ার কেন্দ্রও গড়ে তোলা হবে বিবেক তীর্থে।

রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছরে বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে নিউটাউনে রামকৃষ্ণ মিশনের নতুন অডিটোরিয়াম বিবেক তীর্থর উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ।রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সসেলেন্স অ্যান্ড সোশাল সায়েন্সেসের অংশ হিসেবে সোমবার বিবেকানন্দ অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। রামকৃষ্ণ মিশনের তরফে জানানো হয়েছে, এই উৎকর্ষ কেন্দ্রে যেমন উচ্চ শিক্ষার গবেষণার ব্যবস্থা থাকবে। তেমনই দেওয়া হবে IPS ও IAS  হওয়ার প্রশিক্ষণ। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*