রামমন্দিরের গর্ভগৃহে উপবিষ্ট রামলালা, প্রকাশ্যে প্রথম ছবি

Spread the love

আর দুদিন পর, ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে পূজা শুরু হয়ে গিয়েছে মন্দির প্রাঙ্গণে। বুধবার, মন্দির চত্বরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। সন্ধ্যা নাগাদ, ক্রেনের সাহায্যে তুলে, রাম মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয় প্রতিমাটিকে। ৫১ ইঞ্চি দীর্ঘ রামলালার মূর্তিটি তৈরি করেছেন মহীসুরের ভাস্কর অরুণ যোগী। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় মূর্তিটি। এবার সামনে এল রামমন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার প্রতিমার প্রথম ছবি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা। তবে, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনও ঢাকা রয়েছে।

গর্ভগৃহে স্থাপিত রামলালার মূর্তিটি আপাতত সারা বিশ্বের দৃষ্টির আড়ালেই থাকবে। ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রামলালার অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পরই আবরণ খোলা হবে।গর্ভগৃহের দরজায় উত্তর প্রদেশ পুলি্শের কমান্ডোরা মোতায়েন আছেন। মাছিটিও গলার উপায় নেই। মন্দির চত্বরে মোবাইল ফোন নিয়ে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। প্রায় ৪ ঘণ্টার আনুষ্ঠানিক প্রক্রিয়ার পর বৃহস্পতিবার গর্ভগৃহের বেদিতে তাঁর মূর্তি স্থাপন করা হয়। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে শুক্রবারও বেশ কিছু আচার-অনুষ্ঠান চলবে। বৃহস্পতিবার গণেশ ও বরুণদেবের পুজো হয়েছে।

এদিকে, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, জনগণের বিপুল উৎসাহের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। বৃহস্পতিবার, রাম মন্দির সংক্রান্ত ৬টি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। একটি স্ট্যাম্প বইও প্রকাশ করেছেন। আমেরিকা, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর-সহ বিশ্বের ২০টিরও বেশি দেশে এই ডাকটিকিটগুলি পাওয়া যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*