রক্ষকই যখন ভক্ষক

Spread the love
বন্ধু ধর্ষণ করেছে৷ এই অভিযোগ নিয়েই থানায় গিয়েছিলেন তরুণী৷ অভিযোগ দায়েরও করেছিলেন৷ কিন্ত‌ু কোনও কারণে পরে সেই অভিযোগ তিনি তুলে নিতে চান৷ পুলিশ অফিসার অভিযোগ তুলতে চায়নি৷ উল্টে ওই তরুণীকে ধর্ষণ করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে থানের কনগাঁও থানা এলাকায়৷ অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বছর ২৩-এর ওই তরুণী৷
অভিযোগে তিনি জানিয়েছেন, কয়েক দিন আগে তাঁর এক বন্ধুর বিরুদ্ধে মুম্বইয়ের মনকুর্দ পুলিশ স্টেশনে ধর্ষণের লিখিত অভিযোগ করেন তিনি৷ সেই অভিযোগ স্থানান্তর করা হয় ভিওয়ান্ডিতে শান্তি নগর পুলিশ স্টেশনে৷ পরে ওই মহিলা বন্ধুর বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগ তুলতে যান৷
কিন্ত‌ু আশ্চর্যজনক ভাবে যুবতীকে অভিযোগ তুলতে বাধা দেয় পুলিশ অফিসার৷ যুবতী জোর করেন, অভিযোগ তোলার জন্য৷ এরপরই কর্তব্যরত সাব-ইন্সস্পেক্টর গঞ্জারি তাঁকে বলে, তিনি তাঁর বন্ধুর বিরুদ্ধে অভিযোগ তুলে নেবেন৷ তবে ১৬ অগাস্ট রাজনোলি বাইপাসে তাকে দেখা করতে হবে পার্সোনালি৷
যুবতী ওই সাব-ইন্সস্পেক্টরের সঙ্গে দেখা করেন৷ অভিযোগ, সেখান থেকে ওই যুবতীকে পুলিশটি নিয়ে যান কল্যাণে একটি গেস্ট হাউসে৷ সেখানেই তাঁকে ধর্ষণ করে৷ গত ২১ নভেম্বর ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কনগাঁও থানায় এফআইআর দায়ের করেছেন তরুণী৷ ঘটনার তদন্ত চলছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*