জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ – সাহিত্য চর্চায় আনন্দ লাভ। লেখক সাহিত্যিকদের জন্য শুভ।
বৃষ – কঠিন প্রচেষ্টায় সাফল্য। নিজ বুদ্ধি জোরে সফল হবেন।
মিথুন – পিতামাতা শারীরিক অবস্থার অবনতি। হৃদ্ররোগীরা সাবধানে থাকুন।
কর্কট – পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। পেটের গোল্মালে ভোগান্তি।
সিংহ – কর্মক্ষেত্রে অপমান ভয়। গোপন শত্রু থেকে সমস্যা।
কন্যা – প্রেমে মানসিক কষ্ট। আবেগপ্রবন হয়ে ক্ষতি।
তুলা – পরিচিত ব্যক্তির দ্বারা সমালোচনা। বন্ধু দ্বারা ক্ষতি।
বৃশ্চিক – কোন জটিল শারীরিক সমস্যার থেকে মুক্তিলাভ। মানসিক অশান্তি।
ধনু – প্রিয়জনের সাথে নিকট ভ্রমন। আর্থিক উন্নতির সম্ভাবনা।
মকর – দীর্ঘদিনের কোন চিন্তা মুক্তিলাভ। নতুন কর্মের সূচনা।
কুম্ভ – দাঁতের যন্ত্রনায় কষ্টভোগ। বয়স্ক ব্যক্তিরা বাতজ বেদনায় ভুগবেন।
মীন – বকেয়া টাকা ফেরত পাবেন। সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা।
Be the first to comment