জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ – ভ্রমনে আনন্দ লাভ। দূর ভ্রমনের সম্ভবনা।
বৃষ – কর্মস্থলে হঠাৎ সমস্যা। অপমানিত হলেও মাথা ঠান্ডা রাখুন।
মিথুন – বকেয়া অর্থ ফেরতের সম্ভবনা কম। ভ্রমনযোগ ব্যর্থ হতে পারে।
কর্কট – বৃত্তিমূলক কর্মে সাফল্য লাভ। কর্ম প্রার্থিরা সফল হতে পারেন।
সিংহ – অংশীদারী ব্যবসায়ে সাফল্য। ঔষধের ব্যবসায় লাভবান হতে পারেন।
কন্যা – বিমা কোম্পানীতে যুক্ত ব্যক্তির জন্য শুভ। কর্মে সফলতা।
তুলা – খাদ্যদ্রব্যের ব্যবসায় ক্ষতি। ছাত্র-ছাত্রীদের জন্য খারাপ দিন।
বৃশ্চিক – বৃত্তিমূলক কর্মে সাফল্য। বিদ্যায় বিশেষ উন্নতির সম্ভবনা।
ধনু – দূর ভ্রমনে না যাওয়াই ভাল। কোন দূর্ঘটনা থেকে সাবধান।
মকর – অনেক দিন পরে পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ।
কুম্ভ – গৃহে আত্মীয় সমাগম। একটি বিশেষ দিন।
মীন – ব্যবসায় বিশেষ সাফল্য। সন্তানের জন্য একটি শুভদিন।
Be the first to comment