ছবি ও ভিডিও সৌজন্যে- (এএনআই)
বালাকোটের জঙ্গি ঘাঁটির এলাকায় সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পাকিস্তান। এর মানে তাদের অনেক কিছু লুকোনোর আছে। শনিবার সাংবাদিক বৈঠক করে একথাই বললেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার। এদিন তিনি বলেন, যদি ইসলামাবাদ নতুন চিন্তাধারার সঙ্গে নয়া পাকিস্তানের দাবি করে তাহলে জঙ্গি সংগঠন এবং সীমান্তের ওপারের সন্ত্রাস দমনের জন্যও নয়া পদক্ষেপ নেওয়া উচিত।
পাশাপাশি তিনি আরও বলেন, এটা দুঃখজনক যে পুলওয়ামা হামলায় দায় স্বীকার করে জইশ ই মহম্মদ বিবৃতি দিলেও পাকিস্তান সেটা স্বীকার করেনি। পাকিস্তানের বিদেশমন্ত্রক বিষয়টি স্বীকার না করে বলছে, কিছু গন্ডগোল রয়েছে। তাহলে কি পাকিস্তান জইশ ই মহম্মদকে বাঁচানোর চেষ্টা করছে? প্রত্যক্ষদর্শী বয়ান ও তথ্যপ্রমাণ বলছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে হামলায় এফ ১৬ বিমান ব্যবহার করেছিলো। আমরা এই বিষয়ে অ্যামেরিকাকে তদন্তের জন্য বলেছি। পাকিস্তান দাবি করছে আর একটি যুদ্ধবিমানকে তারা গুলি করে নামিয়েছে। এই ঘটনার ভিডিও নাকি আছে তাদের কাছে। তাহলে সেই ভিডিও তারা কেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শেয়ার করছে না?
রাভিশ কুমার আরও বলেন, এবার শুধু কথা না বলে পাকিস্তানের কাজ করা উচিত। সন্ত্রাসবাদ দমনে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। বালাকোটের জঙ্গি ঘাঁটি এলাকায় সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না পাকিস্তান। এর মানে তাদের অনেক কিছু লুকোনোর আছে। আমরা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে বলতে চাই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করা হোক। এরপরই ওঠে নীরব মোদী প্রসঙ্গ৷ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্চেন নীরব মোদী। তা নিয়ে ভিডিও প্রকাশ করেছে লন্ডনের সংবাদপত্র। সেই প্রসঙ্গে রবিশ কুমার জানান, নীরব মোদীকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে প্রত্যর্পণের আর্জি ব্রিটেনের কাছে জানিয়েছে বিদেশমন্ত্রক।
Be the first to comment