গত ৫ বছরে কেন্দ্রকে কত কোটি টাকা দিয়েছে আরবিআই জানেন? পড়ুন!

Spread the love

জানেন কী, গত ৫ বছরে কেন্দ্রকে কত কোটি টাকা দিয়েছে আরবিআই? প্রায় আড়াই লক্ষ কোটি টাকা। অর্থাৎ শীর্ষ ব্যাঙ্ক তার আয়ের ৭৫ শতাংশই হস্তান্তর করেছে কেন্দ্রকে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের সঞ্চিত অর্থের ব্যবহার নিয়ে সংঘাতের সূত্রপাত হয় কেন্দ্র ও আরবিআই কর্তাদের মধ্যে। সেই পরিস্থিতিতে প্রকাশ্যে এল এই নতুন তথ্য। সৌজন্যে ক্যাগের রিপোর্ট।

প্রসঙ্গত, ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত আরবিআইয়ের আয়, ব্যয় সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ক্যাগ। সেই রিপোর্ট অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরেই সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়। সেবার আয়ের প্রায় ৮৩ শতাংশই সরকারকে হস্তান্তর করা হয়। আরও জানা গেছে, শুধুমাত্র ২০১৬-১৭ বাদে প্রতিবছর গড়ে প্রায় ৬৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে সেটা দেওয়া যায়নি। কারণ সেবছর আরবিআইয়ের খরচ একলাফে দ্বিগুন বেড়ে যায়। সাধারণত শীর্ষ ব্যাঙ্কের বার্ষিক ব্যয় ১৫ হাজার কোটি টাকা। কিন্তু ওই বছর সেটা বেড়ে প্রায় ৩১ হাজার কোটি টাকা হয়ে যায়। নতুন নোট ছাপাতে গিয়ে খরচ প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*