গোটা দেশেই ক্রমশ বেড়ে চলা এটিএম জালিয়াতি ও ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এ বার নয়া পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। ম্যাগনেটিক স্ট্রিপ লাগানো পুরনো ক্রেডিট বা ডেবিট কার্ডের বদলে আগামী বছর থেকেই চালু হচ্ছে চিপ লাগানো নতুন কার্ড। ৩১ ডিসেম্বরের মধ্যে ওই কার্ড সকলের কাছে পৌঁছে দিতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
নতুন কার্ডে থাকবে ম্যাগনেটিক স্ট্রিপের বদলে ইএমভি চিপ, ওটিপি ধাঁচের পিন কোড। শীর্ষ ব্যাঙ্কের দাবি, এই তিন সংখ্যার কোডের কারণে এই কার্ডে লেনদেন পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, নতুন কার্ড পেতে গ্রাহককে আলাদা করে টাকা দেওয়ার দরকার পড়বে না।
পুরনো কার্ডের বদলে নতুন কার্ড চালু করার কথা আগেই ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৫ সালের ২৭ অগস্ট শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল, নতুন কার্ড বানাতে সময় লাগবে। খরচও বেশি পড়তে পারে। কারণ, ম্যাগনেটিক কার্ড বানাতে যেখানে খরচ হয় ১২-১৭ টাকা, সেখানে স্ট্রিপ কার্ড বানানোর খরচ ৪০ থেকে ৬০ টাকা। চলতি বছরেই ৩১ ডিসেম্বর কার্ড বদলানোর সময়সীমা দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।
নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পুরনো কার্ড বদলানোর কিছু টিপস-
এসবিআই ইউজাররা তাঁদের আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন onlinesbi.com ওয়েবসাইটেক্লিক করুন ‘ই-সার্ভিস’ ট্যাবেড্রপ ডাউন মেনুতে গিয়ে ক্লিক করুন ‘এটিএম কার্ড সার্ভিসেস’সেখান থেকে ‘রিকুয়েস্ট এটিএম/ডেবিট কার্ড’ অপশনে ক্লিক করুননতুন একটা ওয়েব পেজ খুলবে
পেজের শেষে ‘সামিট’ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন চিপ লাগানো ক্রেডিট বা ডেবিট কার্ড আপনার নথিভুক্ত ঠিকানায় পৌঁছে যাবে।
Be the first to comment