সিরিয়ার রাজধানীতে প্রবেশ করল বিদ্রোহীরা, শহর ছেড়ে পালাল আসাদ

Spread the love

রোজদিন ডেস্ক :-  অবশেষে রবিবার সকালে সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেছে বিদ্রোহীরা। এদিকে পতন অনিবার্য তা বুঝতে পেরেই তড়িঘড়ি শহর ছাড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে তিনি কোথায় যাচ্ছেন তা এখনও জানা যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি সূত্রে খবর, সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির অল-শাম’ এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী রবিবার সকালে দামাস্কাসে প্রবেশ করে। এদিন সকাল থেকে সরকারি কোনও প্রতিনিধি বা বাহিনীকে দামাস্কাসে দেখা যায়নি। ফলে কোনও বাধা ছাড়াই রাজধানী দখল করেছে বিদ্রোহীরা। ব্রিটেন ভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষণাগার থেকে জানানো হয়েছে, সে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনী এবং নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সূত্রের খবর, বিদ্রোহীদের আক্রমণের জেরে তাঁরা বিমানবন্দর ছেড়ে পালিয়ে গিয়েছেন।
এদিকে বিদ্রোহের ফলে দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আসাদের সমর্থকেরা সরকার পতনের সম্ভাবনায় রাজধানী ছেড়ে পালাতে শুরু করেছেন। অন্যদিকে দামাস্কাসকে বাশার আল-আসাদের শাসন থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছে বিদ্রোহীরা। এটিকে সিরিয়ার অন্ধকার যুগের সমাপ্তি এবং একটি নতুন যুগের সূচনা বলেও উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকেই সিরিয়া শাসন করছেন আসাদ। তবে পরিস্থিতি বদলাতে শুরু করে ২০১১ সালে। দেশে গণতন্ত্র ফেরাতে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। তা প্রায় ১৩ বছর ধরে চলছেই। তবে গত কয়েক মাসে ইজরায়েলি বিমানহানায় আসাদ বাহিনী বেশ দুর্বল হয়ে পড়েছে। আর সেই সুযোগ বুঝেই গত কয়েকদিনে সিরিয়ার একের পর এক শহর দখল করেছেন বিদ্রোহীরা। আসাদকে সাহায্য করতে এগিয়ে এসেছিল রাশিয়া এবং ইরান। তাতে যদিও কোনও লাভ হয়নি। বিদ্রোহীদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন আসাদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*