রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগেই ঘর বদল। সন্দেশখালির প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন শাসক শিবিরে। রবিবার রাতে সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে গিয়ে তিনি নাম লেখান তৃণমূলে। তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শাসকদলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক।
উল্লেখ্য, এই সুজয় মাস্টারই বসিরহাট লোকসভায় পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের রাজনৈতিক গুরু ছিলেন। এমনকি সন্দেশখালি আন্দোলনের সময় বিজেপির এই নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে, সন্দেশখালির প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ তৃণমূলে যোগ দেওয়ার পর রীতিমতো উজ্জীবিত শাসক শিবির। তৃণমূল মনে করছে, সুজয় মাস্টারের মতো লোক তাদের শিবিরে যোগ দেওয়ায় সন্দেশখালিতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে।
যোগদানের পর সুজয় মণ্ডল বলেন, “বর্তমানে সন্দেশখালির পরিস্থিতি শান্ত। আগের যে অশান্ত পরিস্থিতি এখানে ছিল, তা এখন নেই। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালির মাটিতে একদিন পা-রাখবেন। সেই কথা উনি রেখেছেন। আমি মনে করি, স্বাধীনতার পর প্রথম কোনও মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে আসছেন। এজন্য সন্দেশখালির বাসিন্দা হিসেবে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রীর কাজে আস্থা রেখে এবং সন্দেশখালিতে ফের শান্তি বিরাজ করায় আমি তৃণমূলে যোগদান করেছি। আজ থেকে আমি শাসকদলের হয়ে কাজ করতে পারব। এটা ভেবেই ভালো লাগছে।”
Be the first to comment