রোজদিন ডেস্ক :- খুঁজে পাওয়া গেল কলকাতার গল্ফগ্রিনে উদ্ধার হওয়া কাটা মুণ্ডুর বাকি দেহাংশ। শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে উদ্ধার হয় এক মহিলার কাটা মুণ্ডু। সেদিন রাতেই মৃতার নাম পরিচয় জানতে পারে পুলিশ। সেই ঘটনায় একজনকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। শনিবার শ্যালিকার দেহ তিন খন্ডে বিভক্ত করে খুনের ঘটনায় গ্রেফতার ওই মহিলার ভগ্নিপতি।
এদিন শনিবার দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানায় বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।
তদন্তের স্বার্থে রাতেই বিশেষ তদন্তকারী দল (সিট) গড়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ। এর পরেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এবার ধৃত ওই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের পরই খুঁজে পাওয়া গেল বাকি দেহাংশ। কীভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে, কোন অস্ত্র ব্যাবহার করা হয়েছে এই খুনের ঘটনায় সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ধৃত ব্যাক্তি এই খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment