সালটা ২০১৮। রাজ্যসভায় সকলের সামনেই তেলঙ্গানার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরির নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘‘রামায়ণ সিরিয়ালের পরে এমন শূর্পনখার মতো হাসি আপনার সৌজন্যেই শুনতে পেলাম।’’ সেই মন্তব্য নিয়ে এ বার সরব হলেন রেণুকা। এদিন টুইটারে মোদির বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করার কথা জানালেন তিনি।
শুক্রবার টুইটারে মোদির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা লিখেছেন, ‘‘দেখব এ বার আদালত দ্রুত কী ব্যবস্থা নেয়।’’ সেই সঙ্গে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি রাজ্যসভায় মোদির সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছেন তিনি।যদিও এখন বিশ্ববাংলা সংবাদ এই ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করেনি।
প্রত্যক্ষদর্শী সাংসদদের একাংশ জানিয়েছেন, সে দিন রাজ্যসভায় অধিবেশনের শুরুতে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের সময় মোদি আধার প্রসঙ্গে মুখ খোলেন। আধারের পরিকল্পনা অটলবিহারী বাজপেয়ীর জমানায় হয়েছিল বলে মোদি দাবি করেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যে কংগ্রেস সাংসদ তথা মনমোহন সিংহের সরকারের মন্ত্রী রেণুকা হাসতে শুরু করেন।
রেণুকার সশব্দ হাসিতে বিরক্তি প্রকাশ করেন রাজ্যসভার তৎকালীন অধ্যক্ষ বেঙ্কাইয়া নায়ডু। তিনি কংগ্রেস সাংসদের আচরণের নিন্দা করেন এবং তাঁকে সতর্ক করেন। বেঙ্কাইয়ার এই ধমকের মাঝেই রেণুকার দিকে কটাক্ষ ছুড়ে দেন প্রধানমন্ত্রী মোদি।তিনি বেঙ্কাইয়াকে বলেন, ‘‘মাননীয় অধ্যক্ষ, আপনাকে অনুরোধ করছি, রেণুকাজিকে কিছু বলবেন না। রামায়ণ সিরিয়ালের পরে শূর্পনখার মতো হাসি শোনার সৌভাগ্য এত দিনে হল।’’
প্রসঙ্গত, গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিজেপি নেতার করা মানহানিকর মামলায় দু’বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাটের সুরাট আদালত। তারপরই প্রধানমন্ত্রীর করা মন্তব্য নিয়ে গর্জে উঠলেন রেণুকা।
Be the first to comment