মুখ্যমন্ত্রীর চিঠির পরেই DVC – র দুই রাজ্য আধিকারিকের পদত্যাগ

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

অতিমাত্রায় বৃষ্টি ও DVC – র জল ছাড়ার ফলে বাংলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলার অবস্থা বানভাসি। এরই মধ্যে জল ছাড়া নিয়ে চলছে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম অবস্থায় DVC- র বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের দুজন অফিসার।

এরকম পরিস্থিতিতে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব আইএএস শান্তনু বসু পদত্যাগ করলেন DVC থেকে। পাশাপাশি সেচ ও জলপথ পরিবহন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার ও পদত্যাগ করেছেন DVRRC থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্য DVC – র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন DVC না জানিয়ে জল ছেড়েছে। কিন্তু শুক্রবার কেন্দ্রের তরফ থেকে চিঠিতে স্পষ্ট বলা হয়েছে রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে।

আজ রবিবার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। DVC – র কমিটি থেকে রাজ্য সরকারি প্রতিনিধি তুলে নেওয়ার কথা চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠি করার পরই বোর্ড থেকে বেরিয়ে এলেন দুই সদস্য।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*