রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে রিষড়া। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মৈত্রীপথ সন্ধ্যা বাজার বড় মসজিদ এলাকায় বিশাল জমায়েত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মহিলারা। পুলিশি ধরপাকড় বন্ধ করার দাবিতেই এই বিক্ষোভ বলে জানা গেছে। যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা চলছে।
আজ সকাল থেকেই মৈত্রী পথের কাছে বড় জমায়েত ছিল। তুমুল বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিশাল পুলিশবাহিনী। রিষড়া এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় ঘন ঘন টহল দিচ্ছে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেও হুগলির রিষড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে সাধারণ মানুষের উদ্বেগ কাটেনি। স্থানীয়দের দাবি, রাতভর টহল দেয় পুলিশ। অভিযুক্তদের ধরপাকড় চলছে প্রায় রোজই। রাতভর উৎকণ্ঠায় ঘুম আসে না এলাকাবাসীর। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়। আজ সকাল ৬টার পর থেকে মৈত্রী পথ ও জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।
তবে, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেন রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান।
অবরোধকারীদের বুঝিয়ে তাঁদের আশ্বস্ত করেন তিনি। প্রায় ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়। জিটি রোড অবরোধের জেরে যানজট তৈরি হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানানো হয়েছে।
Be the first to comment