রণবীর সিং মানেই রঙিন পোশাক, হেয়ার স্টাইলে চমক, সঙ্গে জুতো জোড়ায় নতুনত্ব। তবে এক মাস ধরে রণবীর আর সেই রণবীরে নেই। বিয়ে,রিসেপশনের ঠেলায় কুর্তা, পাঞ্জাবী, সেরওয়ানিতেই আটকে তিনি। সঙ্গে একেবারেই ঐতিহ্যের সাজ। শনিবার অবশ্য রণবীরকে দেখা গেল পুরনো মেজাজেই, সঙ্গে বাহারি পোশাকে। মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে কাছের বন্ধু, ভাই-বোনের সঙ্গে কোমর দোলালেন দীপবীর। রণবীরের পাগলামিই গভীর রাত অবধি পার্টিকে জীবন্ত করে রাখল।
আচার-অনুষ্ঠান, নীতি-নিয়ম মেনেই দুজনে বিয়ে করেছেন। রাজকীয় সেই বিয়ের রেশ চলছেই। বাকি আরও ২টি রিসেপশন পার্টি। তার আগেই হাসি-মজাকে-নাচে-গানে শনিবারের রাত বন্ধুদের নামেই করলেন দীপিকা-রণবীর।
Be the first to comment