ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে জর্জিনা রদ্রিগেজের বিয়ে কি সামনেই? গতবছর অ্যালানা মার্টিনা নামের এক কন্যাসন্তানেরও জন্ম দিয়েছেন এই জর্জিনা। প্রেমের সম্পর্কটাকে এখন বিয়েতে পরিণত করতে চাইছেন তিনি। ইতালীয় সংবাদমাধ্যম দাবি করেছে, বান্ধবী জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনাল্ডো। আর জর্জিনা তাতে রাজি।
রোনাল্ডোর চার সন্তান। দুই ছেলে, দুই মেয়ে। বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের নাম কখনোই প্রকাশ করেননি তিনি। যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর জন্ম সারোগেসির মাধ্যমে। কিছুদিন আগে জর্জিনা তাঁর ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন, যেখানে তাঁর বাঁ হাতের অনামিকায় একটা দামি হিরের আংটি রয়েছে। সেকান থেকেই জল্পনার সূত্রপাত। রটে গিয়েছে, বান্ধবীকে বিয়ে করতে প্রস্তুত রোনাল্ডো। যদিও কিছুক্ষণ পরেই জর্জিনা সে ছবিটা তাঁর ‘ইনস্টাগ্রাম স্টোরি’ থেকে সরিয়ে দেন। শোনা যাচ্ছে, রাশিয়া বিশ্বকাপের সময়েই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ৩৩ বছর বয়সী রোনাল্ডো, ২৪ বছর বয়সী মডেল জর্জিনা তাতে সানন্দে সাড়াও দিয়েছেন।
Be the first to comment