এবার রাজস্থানের জয়পুরে সোয়াই মানসিংহ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস হারলো রাজস্থান রয়্যালসের কাছে। রাজস্থান রয়্যালসকে বাকি থাকা চারটি ম্যাচের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। এই অবস্থায় আজ খেলতে নেমেছিলো চেন্নাই এর বিরুদ্ধে। ম্যাচের শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ের সমাপ্তি ঘটলো রাজস্থানের জয়ে। একা জস বাটলার প্রায় প্রতিটি ম্যাচে কুম্ভের মত দাঁড়িয়ে আছে যে কোনো প্রতিপক্ষের কাছে। আগের ম্যাচেও পাঞ্জাবের বিরুদ্ধে জিতেছিলো রাজস্থান। আজও বাটলার ৬০ বলে ৯৫ রান (১১ টা চার এবং ২ টো ছক্কা) করে রাজস্থানকে প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখলেন। মূলত তাঁরই জন্য ৫ উইকেটে জিতলো রাজস্থান।
এদিন চেন্নাই টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওয়াটসন (৩৯), সুরেশ রায়না (৫২), ধোনি (৩৩ নট আউট), বিলিংস (২৭) এদের সৌজন্যে চেন্নাই ২০ ওভারে ১৭৬ রান সংগ্রহ করে। রাজস্থানের বোলার জোফ্রা আর্চার ২টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা জস বাটলার হবেন এই ব্যাপারে যদিও কোনো সন্দেহ থাকার কথাও নয়। রাজস্থান মোট ১১টি ম্যাচ খেলে ৫টি জিতেছে এবং ৬টি হেরেছে। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে। চেন্নাই ১৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে।
Be the first to comment