একুশের নির্বাচনের কিছুদিন আগেই দলবদল করেছিলেন তিনি। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেই প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নির্বাচনে জয়ের মুখ দেখতে পারেননি গেরুয়া শিবিরের তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের। এবার উপনির্বাচন নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন এই বিজেপি নেতা।
ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে একটি দীর্ঘ পোস্ট করেন রুদ্রনীল। ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়া নিয়ে এদিন তিনি তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। রুদ্রনীল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘২৫ হাজার ক্লাবকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ ১৫০ কোটি টাকা। কার টাকা? আপনার? আপনার দলের? না, আমাদের টাকা।বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা! যাঁদের বাড়ি তৈরি বা উন্নয়নের বা ত্রাণের টাকা এলেও চুরি হয়ে যায় দিনের পর দিন প্রকাশ্যে।’
এখানেই শেষ নয়, রুদ্রনীল আরও দাবি করেছেন কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে। পাশাপাশি রাজ্যের বেকারত্ব নিয়েও ফেসবুক পোস্টে রাজ্য সরকারকে তোপ দাগেন এই অভিনেতা। তিনি লিখেছেন, ‘দুটো করোনার ধাক্কায়, ঝড়ের দাপটে কাজ হারিয়েছেন বহু মানুষ…। প্রসঙ্গত, রাজ্যে ডোম পদে চাকরির জন্য ৮০০০ আবেদন জমা পড়েছিল মাত্র কয়েকদিন। মাইনে ১৫ হাজার, তাও পার্মানেন্ট নয় এই চাকরি। এমনকী, ৭৪ জন মহিলাও এই পদে আবেদন জানিয়েছিলেন।’ ক্লাবগুলিকে যে টাকা দেওয়া হবে তা সকলের ট্যাক্সের টাকা এবং তা সম্পূর্ণ অপব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন রুদ্রনীল। পুরসভা এবং উপনির্বাচনকে সামনে রেখেই ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে, দাবি করেন এই বিজেপি নেতা।
Be the first to comment