অলরাউন্ডার আন্দ্রে রাসেল এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার মাঠে ফিরছেন। জামাইকার এই ক্রিকেটার ২০১৭’র ৩১শে জানুয়ারি থেকে এই বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার জন্য। আজ ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে জামাইকার হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। টি-২০ তে বিশ্বজুড়ে অতি পরিচিত নাম আন্দ্রে রাসেল। বিশ্বের সব কটা ক্রিকেট খেলিয়ে দেশের প্রধান প্রধান টি-টোয়েন্টি লীগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সম্প্রতি আইপিএল’র নিলামে বিশ্বের নাম করা অনেক ক্রিকেটারের নিলাম হলো। অনেকেই সেই নিলামে দর পেয়েছেন আবার অনেকেই পাননি। রাসেলকে অবশ্য এই নিলামের চক্করে পড়তে হয়নি। তাঁকে আগে থেকেই রিটেনশন সিস্টেমে দলে নিয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তিনি গত কয়েক বছর ধরেই নাইট ক্যাম্পের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার সঙ্গে একই দলে খেলবেন আরেক ক্যারিবিয়ান খেলোয়াড় সুনিল নারাইন। তবে আগামী বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়নি তাঁকে। রাসেল ছাড়াও এই দল থেকে বাদ পড়েছেন সুনিল নারাইন, কায়রন পোলার্ড ও ড্যারেন ব্রাভোর মত খেলোয়াড়। ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলে নিয়মিত খেললেও দেশের হয়ে সর্বশেষ ২০১৫-তে ওয়ানডে ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
ফাইল ছবি
Be the first to comment