রাহুলকে ফের ১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সব বিধায়ককে দিল্লি তলব কংগ্রেসের

সাত সকালে দফতরে হাজির শচীন পাইলট

Spread the love

এই সপ্তাহে আর হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। মঙ্গলবার পঞ্চম দফা তলবে রাহুলকে ১২ ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন ইস্যুতে গত ১৩ জুন প্রথমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন রাহুল ৷ সেখানে লাগাতার তিনদিন প্রায় ২৭ ঘণ্টা রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপর মাঝে বেশ কিছু দিনের বিরতির পর ২০ জুন আবারও রাহুল গান্ধিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি ৷ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের পঞ্চম দিনে রাহুলকে ১২ ঘণ্টার উপর জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ এ নিয়ে অবশ্য কংগ্রেসের তরফে পুরোটাই ‘নোংরা প্রতিশোধ’ বলে উল্লেখ করা হয়েছে ৷

কংগ্রেসের তরফে বলা হয়েছে, একটি ভিত্তিহীন মামলায় কংগ্রেস নেতাকে মাত্র ৩টি প্রশ্ন করা হয়েছে ৷ ৫০ ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদের পরেও, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রশ্ন শেষ না হওয়া আসলে অবিচার ৷ প্রসঙ্গত, এদিন কংগ্রেসের তরফে এই ইস্যুতে সব রাজ্যের বিধায়কদের দিল্লিতে আসতে বলা হয়েছে ৷ বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইডিকে দিয়ে রাহুল গান্ধিকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে ৷ আর এর বিরুদ্ধে রাজধানীতে কংগ্রেসের এই আন্দোলনকে আরও তীব্র করতে সব রাজ্যের কংগ্রেস নেতৃত্ব এবং সেখানকার বিধায়কদের দিল্লিতে এসে প্রতিবাদে সামিল হতে বলা হয়েছে হাইকমান্ডের তরফে ৷ আর সেই মতো বুধবার সকালেই কংগ্রেসের দিল্লির সদর দফতরে পৌঁছন কংগ্রেস নেতা শচীন পাইলট সহ বহু কর্মী সমর্থক।

মঙ্গলবার রাত প্রায় ১২টা ৪০ মিনিটে ইডি দফতর ছাড়েন রাহুল গান্ধি ৷ এই পরিস্থিতিতে গতকালই করোনা পরবর্তী অসুস্থতার চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন সোনিয়া গান্ধিও ৷ তাঁকেও ন্যাশনাল হেরাল্ড মামলায় তলব করেছে ইডি ৷ তবে, ইডি’র তরফে সোনিয়াকে ২৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ৷ কিন্তু, প্রশ্ন উঠছে, কংগ্রেস সভানেত্রী কি ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন? কারণ, বহুদিন ধরে অসুস্থ সোনিয়ার শারীরিক অবস্থা করোনার পর আরও খারাপ হয়ে যায় ৷ তাঁকে অনেকদিন হাসপাতালেও থেকে চিকিৎসা করাতে হয়েছে ৷ ফলে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সোনিয়া গান্ধিকে ইডি তলব করবে কি না, সে নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ আর তেমনটা হলে, কংগ্রেস হাইকমান্ড এটাকে বড় ইস্যু তৈরি করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*