রাজ্য পুলিশের ওপর ভরসা করতে না পেরে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালি-কাণ্ডে শেখ শাহজাহানকে খুঁজতে পুলিশের ওপর সম্পূর্ণ ভরসা রাখতে পারল না হাইকোর্ট। এবার পুলিশের সঙ্গে তদন্তে নামবে সিবিআই-ও। বুধবার এমনই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের নির্দেশ, পুলিশ ও সিবিআই-কে নিয়ে যৌথ ‘সিট’ (SIT) গঠন করতে হবে। সেই টিম তদন্ত করবে। ন্যাজাট থানা তদন্তে অংশ নিতে পারবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ঘটনার পর এই ন্যাজাট থানাতেই পরপর দুটি এফআইআর দায়ের হয়।
ঘটনার পর যে দুটি এফআইআর দায়ের হয়, সেগুলিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল ইডি। দুটো মামলার ক্ষেত্রেই সিট গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ, সিট রিপোর্ট দেবে ম্যাজিস্ট্রেটের কাছে। বর্তমানে যাঁরা তদন্ত করছে, তাঁদের সব তথ্য তুলে দিতে হবে সিট-এর হাতে। আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নজরদারিতে হবে পুরো মনিটরিং। এই বিশেষ টিম চাইলে রাজ্য বা কেন্দ্রের পুলিশের সাহায্য নিতে পারবে।
সিবিআই চেয়েছিল, শুধুমাত্র তাদেরকেই তদন্তভার দেওয়া হয়েছিল। সে কথা বুধবার আদালতে জানায় তারা। তাদের বক্তব্য, বিভিন্ন সময় দেখা গিয়েছে সিবিআই তদন্ত করলে রাজ্য পুলিশ কোনও সাহায্য করে না।
Be the first to comment