গরুপাচার কাণ্ডে অনুব্রতর দেহরক্ষী সায়গেলের আরও সাত দিনের পুলিস হেফাজত

Spread the love

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত সায়গেল হোসেনের সাত দিনের পুলিস হেফাজত। নির্দেশ  আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতের। আগামী ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানি। এদিন সিবিআইয়ের পক্ষ থেকে আদালতের কাছে সাইগালকে সাত দিন নিজেদের হ্ফেজতে নেওয়ার জন্য আবেদন করা হয়।

এর আগে সাতদিন সিবিআই হেফাজতে থাকার পর শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গেল হোসেনকে। কলকাতা নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা এদিন সকালে রওনা দেয়। আসানসোল সিবিআই আদালতে তাকে আনা হয় সাড়ে এগারোটা নাগাদ।

গরু পাচার মামলায় অনুব্রতর ঘনিষ্ঠদের একের পর এক ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের মতে, সায়গলের কাছে গরু পাচার মামলার অনেক তথ্য রয়েছে। সিবিআই তাকে একাধিকবার নিজামের প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সায়গলের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি থাকায় তাকে গ্রেপ্তার করেছিল। এছাড়াও আয়বহির্ভূত বহু সম্পত্তির হদিশ পাওয়া গেছে সাইগেলের কাছ থেকে। নিউটাউনে ফ্ল্যাট, বীরভূমে পেট্রলপাম্প, নগদ টাকা, সোনাসহ প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই।

গরু পাচার মামলায় অনুব্রতর ঘনিষ্ঠদের একের পর এক ডেকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মামলার প্রধান অভিযুক্ত বিনয় মিশ্র বর্তমানে পলাতক। এই মামলার অন্যতম এনামুল হক ও বিএসএফের কম্যান্ডান্ট সতীশ কুমারকে সিবিআই গ্রেফতার করলেও তারা এই মুহুর্তে শর্তসাপেক্ষে জামিনে রয়েছে। একই সঙ্গে বিনয়ের ভাই বিকাশ মিশ্রকেও গ্রেফতার করেছিল সিবিআই। বিকাশ দশদিন আগেই আসানসোলের সিবিআই আদালত থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*