গত শুক্রবারের ঘটনা। অস্ত্র দেখিয়ে লুঠপাট ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিজেপি নেতা সজল ঘোষকে। বিজেপি দাবি করেছিল মুচিপাড়া থানার পুলিশ একেবারে দরজা ভেঙে গ্রেফতার করেছিল তাঁকে। এনিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি নেতৃত্ব। খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, সজল ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পরেই তিনি সমাজবিরোধী হয়ে গেলেন? তবে অবশেষে গ্রেফতারের তিনদিন পর মুক্তি পেলেন সজল ঘোষ।
আর তারপরই বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘সত্যের জয় হল। আমরা বিচার পেয়েছি।’ এর সঙ্গেই সজল ঘোষকে গ্রেফতারির ধরন নিয়ে শুভেন্দু অধিকারীর সংযোজন ‘সরকারের চিত্রনাট্য’।এভাবেই কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু। মুক্তি পাওয়ার পরে সজল ঘোষের বাড়িতেও গিয়েছিলেন শুভেন্দু। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টাও আটকে রাখতে পারেনি সজল ঘোষকে। গণতন্ত্রের জয় হল অবশেষে।’
আর মুক্তি পাওয়ার পর সজল ঘোষের উপলব্ধি, নরক থেকে ফিরছি। বেঁচে ফিরব ভাবিনি। আমাদের লকআপে ঢুকিয়ে লড়াই বন্ধ করতে পারবে না। এবার উচ্চ আদালতে যাওয়ার কথাও ভাবছেন তিনি। প্রসঙ্গত সোমবার ব্যাঙ্কশাল আদালত থেকে মুক্তি পেয়েছেন তিনি। ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
Be the first to comment