অযোধ্যায় মন্দির নির্মাণ হলেই স্বপ্নপূরণ বিজেপির। এরই মাঝে ফের বিতর্কিত মন্তব্য করে ফেললেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এবার,দিল্লির জামা মসজিদ ভাঙার প্রস্তাব দিলেন তিনি। তাঁর দাবি, “রাম মন্দির ভেঙে যেমন বাবরি মসজিদ তৈরি হয়েছিল। ঠিক সেইভাবেই হিন্দু মন্দির ভেঙেই তৈরি হয় জামা মসজিদ।” তাই মহারাজের প্রস্তাব, ” দিল্লির জামা মসজিদ ভাঙলেই দেবতার মূর্তি মিলবে। আমার দাবি মিথ্যে হলে আমায় ফাঁসি দেবেন।”
শুক্রবার উত্তরপ্রদেশে নিজের কেন্দ্র উন্নাওতে একটি জনসভায় জামা মসজিদ ভাঙার প্রস্তাব দিলেন সাক্ষী মাহারাজ। জানালেন, “মুঘল আমলে দেশের ৩ হাজার মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল। হিন্দুদের একতা ভাঙতেই এই ধ্বংসলীলা চলেছিল। এবার সেই একই পদ্ধতি হিন্দু সংগঠনগুলির নেওয়া উচিত।” রাজধানী দিল্লির বুকে জামা মসজিদ দাঁড়িয়ে থাকা অর্থহীন বলে মনে করছেন সাক্ষী।তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খোলেনি বিজেপি নের্তৃত্ব। বিষয়টি নিয়ে এখনও তাঁরা অবগত হননি বলে দাবি।
তবে, অতীত বলছে সাক্ষী মহারাজের বিতর্কিত মন্তব্য করা নতুন নয়। ২০১৫ সালেই তিনি বলেছিলেন, “হিন্দু মহিলাদের অন্তত ৪টি করে সন্তান থাকা উচিত। তাহলেই হিন্দু ধর্মের সঠিক রক্ষা হবে।” তার ঠিক এক বছর পর দাদরিকাণ্ডকে সমর্থন করে সাক্ষী জানিয়েছিলেন, “গরু পাচার বা গো-হত্যা রুখতে হিন্দুরা প্রয়োজনে অস্ত্র হাতে নেবে।” গরু পাচারের অভিযোগে সেই সময় দাদরির এক মুসলিম ব্যক্তি খুন করা হয়েছিল। ঘটনাকে সমর্থন করেই এই মন্তব্য করেছিলেন সাক্ষী।
এদিনও জামা মসজিদ ভেঙে ফেলার প্রস্তাব দিয়ে থেমে থাকেননি সাক্ষী। জানালেন, “স্বামী-স্ত্রী বা প্রেমিক যুগলের অন্তরঙ্গ ছবি তোলা, সোশ্যাল সাইটে পোস্ট করা বন্ধ হওয়া উচিত।”
অবশ্য, সাক্ষীর জামা মসজিদ নিয়ে করা মন্তব্যে বেশ “সিরিয়াস” শিবসেনা। রবিবারই অযোধ্যায় মন্দির নির্মাণ নিয়ে বৈঠক হওয়ার কথা। কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে আলাদ আলাদ বৈঠকে বসবে বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনা। ঠিক তার আগেই সাক্ষীর এই মন্তব্যকে হাতিয়ার করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বিজেপিকে কটাক্ষ করেই তাঁর মন্তব্য,”বাবরি ভাঙতে মাত্র ১৭ মিনিট সময় নেওয়া হয়েছিল, মন্দির গড়তে এত সময় কেন নেওয়া হচ্ছে।” রবিবার বিশ্ব হিন্দু পরিষদের বৈঠকে প্রায় ৫০-৬০ হাজারের জমায়েত হতে চলেছে বলে খবর।
Be the first to comment