ভোটের আগের দিন শালবনিতে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

Spread the love

রাত পোহালেই বাংলা ২১-এর বিধানসভা নির্বাচন। আর তার আগেই শালবনিতে উদ্ধার হল BJP কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম লালমোহন সোরেন। জানা গিয়েছে, বাগমারি এলাকায় জঙ্গলের মধ্যে শুক্রবার সকালে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয় BJP নেতার অভিযোগ, তৃণমূলই খুন করে ঝুলিয়ে দিয়েছে ওই কর্মীকে।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় BJP কর্মীদের কথায়, বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। বিভিন্ন জায়গায় BJP-র পোস্টার ছিঁড়ে দেওয়া, কার্যালয়ে ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটছে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবককে আগে কোনওরকম হুমকি দেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, পারিবারিক বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

উল্লেখ্য, শনিবার প্রথম দফা নির্বাচনের ৩০টি বিধানসভা আসনের মধ্যে শালবনি অন্যতম। গ্রামে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। রয়েছে কড়া নজরদারিও। তারই মধ্যে রাজনৈতিক কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত, গত বুধবার দিনহাটায় একইভাবে অমিত সরকার নামে BJP কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পরই নির্বাচন কমিশনের তরফে জেলা পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। উঠেছে CID তদন্তের দাবিও। শুক্রবার ঘটনাস্থলে যাবেন পর্যবেক্ষক বিবেক দুবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*