নার্সদের বিক্ষোভে ফের উত্তাল সল্টলেক। নার্স নিয়োগে অনিয়মের অভিযোগে সোমবারের পর মঙ্গলবারও স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভে চাকরিপ্রার্থীরা। বাধা দিতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন তাঁরা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগও উঠল।
রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্যভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে বলে বিক্ষোভরত নার্সরা দাবি তুলেছেন। নিয়ম বহির্ভূতভাবে চল্লিশোর্ধ্ব অনেকে চাকরি পেয়েছেন। কম নম্বর পাওয়া সত্ত্বেও নিয়োগ করা হয়েছে অনেককে। এই অভিযোগ তুলে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। সোমবার দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। মঙ্গলবার দুপুরে ওই নার্সরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে।
মঙ্গলবারও যে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হতে পারে স্বাস্থ্যভবন চত্বর, সেই আশঙ্কা ছিলই। তাই আগেভাগেই মোতায়েন করা হয়েছিল পুলিশ। ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল এলাকা। তৈরি ছিল প্রিজন ভ্যানও। তা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকে চাকরিপ্রার্থীরা জমায়েত শুরু করে স্বাস্থ্যভবনের সামনে। পরিস্থিতি আয়ত্তে রাখতে পুলিশ মাইকিং শুরু করে। রাস্তায় বসে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। আধিকারিকদের সঙ্গে কথা বলতে স্বাস্থ্যভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ। পুলিশি বাধা এড়িয়ে কয়েকজন ঢুকতে পারলেও আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেনননি। তাঁরা ফিরে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্যভবন চত্বর।
Be the first to comment