প্রবাসী বাঙালি চ্যাম্পিয়ন পেল উইলম্বডন, জুনিয়র খেতাব জিতলেন সমীর বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রবাসী বাঙালি চ্যাম্পিয়ন পেল উইলম্বডন। নজির তৈরি করে জুনিয়র উইলম্বডন খেতাব জিতলেন মার্কিন নাগরিক সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে ভিক্টর লিলভভকে ৭-৫, ৬-৩ গেমে উড়িয়ে দিলেন তিনি।

রবিবার ফাইনালে শুরুটা দারুণ করেছিলেন ১৭ বছরের সমীর। ৫-২ গেমে এগিয়েছিলেন। কিন্তু আচমকা খেই হারিয়ে ফেলেন। দশম গেমে ফল ৫-৫ দাঁড়ায়। শেষপর্যন্ত স্নায়ু ধরে রেখে ৭-৫ গেমে প্রথম সেট বের করে নেন সমীর। দ্বিতীয় সেটে স্বদেশীয় ভিক্টরকে দাঁড়াতেই দেননি সমীর। ৬-৩ গেমে উড়িয়ে দেন।

তাঁর জয়ের পর উইলম্বডনের তরফে টুইটারে লেখা হয়, ‘নামটা মনে রাখবেন – সমীর বন্দ্যোপাধ্যায়। ছেলেদের সিঙ্গলস ফাইনালে ভিক্টর লিলভভকে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গলস খেতাব জিতবেন মার্কিন।’

তবে সমীরের সেই খেতাব জয় একেবারেই অপ্রত্যাশিত ছিল না। গত বছর থেকেই ভালো ফর্মে ছিলেন। ২০২০ সালে ক্লে কোর্টে চারটি খেতাব জিতেছিলেন। রবিবারের জুনিয়র উইলম্বডন ধরে জুনিয়র পর্যায়ে সবমিলিয়ে ষষ্ঠ খেতাব জিতেছেন সমীর।

১৭ বছর বয়সি এই টেনিস তারকা এই নিয়ে দ্বিতীয় বার জুনিয়র গ্র্যান্ডস্লামে অংশগ্রহণ করেছিলেন। নিউ জার্সির বাস্কিং রিজ এলাকায় তিনি বসবাস করেন। খেলাধুলোর পাশাপাশি পড়াশুনোতেও তুখোড় ছাত্র সমীর। এই ট্যুরের মাঝপথেই তাঁকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজে কয়েকদিনের জন্য ক্লাসে যোগদান করতে হয়েছিল। সমীরের বাবা জানালেন, আগামীদিনে তাঁর ছেলে রাষ্ট্রবিজ্ঞান কিংবা অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে চায়।

মার্কিন মুলুকে ফিন্যান্স সেক্টরে কাজ করেন সমীরের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘ও পড়াশোনায় যথেষ্ট ভালো। টেনিসের পাশাপাশি সমানতালে লেখাপড়াও চালিয়ে যেতে চায়। এখানে অনেক এমন কলেজ রয়েছে, যেখানে টেনিসকে যথেষ্ট উৎসাহ দেওয়া হয়। তবে আমরা এমন একটা কলেজ খুঁজছি, যেখানে লেখাপড়া এবং টেনিসকে সমান গুরুত্ব দেওয়া হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*