এনসিবি-এর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন মুম্বই মাদক মামলার এক সাক্ষী। প্রভাকর সাইল নামে ওই সাক্ষী দাবি করলেন তাঁকে দিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় ও প্রাণের ঝুঁকিতে রয়েছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে এনসিবি-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ‘উপযুক্ত জবাব দেওয়া হবে।’
এই প্রভাকর সাইল কেপি গোসাভির সহযোগী। আরিয়ান খানের সঙ্গে তাঁর একটি সেলফি ভাইরাল হয়। গোসাভিও এই মামলার অন্যতম সাক্ষী এবং বর্তমানে পলাতক।
প্রভাকর সাইলের অভিযোগ, মুম্বই ক্রুজ ড্রাগস মামলায় এনসিবি তাঁকে একটি সাদা কাগজে সই করিয়ে নিয়েছিল। কেপি গোসাভি ‘সন্দেহজনক ভাবে নিখোঁজ’ হওয়ার পর তিনি দাবি করেছেন নিজের জীবনের ঝুঁকি অনুভব করছেন। এই ব্যাপারে সমীর ওয়াংখেড়েকেই নিশানা করেছেন প্রভাকর।
মুম্বই ক্রুজ ড্রাগস অভিযান ও মাদক উদ্ধারের ঘটনায় গোসাভি নিজেও একজন সাক্ষী। এই মামলাতেই বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে।
প্রভাকর সাইল একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দাবি করেন, তিনি গোসাভির দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। অভিযানের দিন সাদা কাগজে তাঁকে সই করিয়ে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, মুম্বই ক্রুজ মাদক মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আরিয়ান খান। আর্থার রোড জেলেই থাকছেন ‘বাদশাহ’ পুত্র। গত বৃহস্পতিবার সকালে আইনজীবীকে নিয়ে আর্থার রোড জেলে পৌঁছে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ। সূত্রের খবরে জানা যায়, ছেলেকে শাহরুখ বলেছেন, তিনি তাঁকে বিশ্বাস করেন। ওই দিনেই রিয়ানের ব্যবহৃত কিছু ইলেকট্রনিকস গেজেটের খোঁজে শাহরুখের বাড়িতেও হানা দিয়েছিল এনসিবি।
শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর কাধিক বার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানালেও বার বার তা খারিজ হয়ে গিয়েছে। তবে এই মামলায় শুধু শাহরুখ পুত্র আরিয়ান নয়, চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডেকেও তলব করেছে এনসিবি। তাঁকে একাধিকবার জেরাও করা হয়েছে। তাঁর বাড়ি থেকে NCB আধিকারিকরা ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করে। এরপরেই কিছু চ্যাট সামনে আসে।
অনন্যা পাণ্ডে আর আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সংবাদমাধ্যম সূত্রে দাবি, আরিয়ান ও অনন্যার চ্যাটে একজায়গায় দেখা গিয়েছে, দু’জনে গাঁজা নিয়ে কথা বলছেন।আরিয়ান জানতে চান, অনন্যা তাঁকে গাঁজা জোগাড় করে দিতে পারবে কি না! যার উত্তরে অনন্যা বলেন, ‘হ্যাঁ আমি যোগাড় করে দেব’!
এব্যাপারে তাঁকে প্রশ্ব করা হলে, তিনি জানিয়েছিলেন ‘আমি তো মজা করছিলাম।’ অনন্যাকেও জেরা করছেন এনসিবি-এর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।
Be the first to comment