কলকাতায় বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সনাতনীদের সমাবেশ

Spread the love

রোজদিন ডেস্ক :-  বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্ম রক্ষার দাবিতে সমাবেশ। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেখানে যোগ দেওয়ার কথা জানিয়ে এদিন তিনি বাংলাদেশে ইউনূসের সরকারকে তালিবানি সরকার বলে তোপ দাগেন।

বাংলাদেশে মহিলাদের বাজারে যেতে নিষেধাজ্ঞার ফতোয়া জারি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেপ্রসঙ্গে এদিন বিরোধী দলনেতা বলেন, “বাংলাদেশে তালিবানি সরকার সংবিধান বদলে পার্সোনাল ল আনবে। দেড় বছর লেগেছিল ৭১-এ পাকিস্তানকে তাড়াতে। ৫ অগাস্ট থেকে আজকে মাত্র চার মাস। জানুয়ারির শেষ অবধি অপেক্ষা করবেন তো। এখানেও একটু সময় লাগবে।”

রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্ম রক্ষার দাবিতে সনাতনীদের সমাবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, “২৯ তারিখে ওই এলাকায় জামায়াতে উলামায়ে হিন্দ সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে মাদ্রাসার বাচ্চাদের জড়ো করেছিল। তার জন্য হাইকোর্টে যেতে হয়নি।”
শুভেন্দু আরও বলেন, “৩১ তারিখে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা তৃণমূলের সংখ্যালঘু সেলকে নিয়ে সভা করেছিল ওই জায়গায়। তার জন্য আদালতের অনুমতি লাগেনি। অথচ হিন্দু সন্ন্যাসীদের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে ওখানে সভা করতে হচ্ছে। ওপাড়ের ইউনূস যাহা, এপাড়ের মমতা বন্দ্যোপাধ্যায়ও তাহা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*