সন্দেশখালিতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় দায়ের মামলার দ্রুত শুনানির আর্জি ফের ইডির। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হতে পারে শুনানি। সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত ইডি আধিকারিকদের ঘটনায় সিঙ্গল বেঞ্চ সিবিআই ও রাজ্যপুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথ ভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি।
ইডি-র বক্তব্য ছিল, রাজ্য পুলিশ আগে একাধিক মামলায় সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা করেছে। এক্ষেত্রেও সেই আশঙ্কা রয়েছে তাই তদন্তভার দেওয়া হোক, শুধুমাত্র সিবিআইয়ের হাতে। কিন্তু সেই মামলা বেশ কয়েকদিন ধরে তালিকায় থাকলেও শুনানি হচ্ছে না।
এদিন ইডির তরফে আইনজীবী ফের প্রধান বিচারপতিকে জানান, ১২ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে প্রাথমিক রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু তদন্ত থমকে রয়েছে। দ্রুত শুনানি করা হোক মামলার। প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন আগামীকাল তিনি মামলাটি শুনবেন।
Be the first to comment