রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা

Spread the love

রোজদিন ডেস্ক :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এখন তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব। সোমবার একটি সরকারি নির্দেশিকায় বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বিভাগ।

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ শেষ হচ্ছে ১০ ডিসেম্বর ৷ তিনি ছ’বছর ধরে আরবিআই গভর্নর পদে ছিলেন ৷ তাঁর মেয়াদ শেষ হলে পরদিন অর্থাৎ ১১ ডিসেম্বর আরবিআই-এর নতুন গভর্নরের দায়িত্বভার গ্রহণ করবেন সঞ্জয় মালহোত্রা।
সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, “রাজস্ব সচিব আইএএস সঞ্জয় মালহোত্রাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসাবে নিযুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্টস কমিটি ৷ ১১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে আগামী ৩ বছরের জন্য তিনি এই পদে থাকবেন৷”
১৯৯০ সালের আইএস ক্যাডার সঞ্জয় কানপুর আইআইটি’র কম্পিউটার সায়েন্স-এ স্নাতক। এছাড়াও আমেরিকায় প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন সঞ্জয় মালহোত্রা। তিনি অর্থ এবং আয়কর বিভাগ, তথ্য ও সম্প্রচার, খনির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। এখন তিনি অর্থমন্ত্রকের রাজস্ব সচিব। এর আগে সঞ্জয় মালহোত্রা অর্থ মন্ত্রকের ফিনান্সিয়াল সার্ভিসেস বিভাগের সচিব ছিলেন। রাজ্যস্তর-সহ কেন্দ্রীয় সরকারের অর্থ এবং আয়কর বিভাগে তাঁর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। করের নীতি প্রণয়নের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরবিআই গভর্নর হওয়ার আগে শক্তিকান্ত দাসও রাজস্ব সচিব এবং আর্থিক বিষয়ের (ইকোনমিক অ্যাফেয়ার্স) সচিব ছিলেন। ২০১৮ সালের ১২ ডিসেম্বর তিনি ২৫তম আরবিআই-এর গভর্নর পদে নিযুক্ত হন। ২০২১ সালে তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়। ইউপিএ জমানার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*