আটক রাউত, শিবসেনা মুখপাত্রের বাড়ি থেকে সাড়ে ১১ লাখ উদ্ধার ইডির

Spread the love

উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়ি থেকে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ইডি।রবিবার জমি দুর্নীতি মামলায় দিনভর সঞ্জয়কে জেরা করে ইডি। তাঁর বাড়িতে চালানো হয় তল্লাশিও। এরপর  বিকেল ৪ টে নাগাদ তাঁকে আটক করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একইসঙ্গে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে এই পরিমাণ টাকা উদ্ধার করে।

আর্থিক তছরুপ মামলায় দু’বার সমন পেয়েও যাননি তিনি৷ তাই ৩১ জুলাই, রবিবার সকাল ৭টা নাগাদ সকালে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়ি পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা৷ সঙ্গে নিয়ে যান আধাসামরিক বাহিনীকে৷ মুম্বইয়ের বান্দুপ এলাকায় বাড়ি শিবসেনা সাংসদের ৷ এদিন ইডির আধিকারিকরা ভিতরে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ৷ এর কিছুক্ষণ বাদে টুইট করেন সঞ্জয় রাউত৷ লেখেন, মিথ্যা প্রমাণের ভিত্তিতে মিথ্যা অভিযান৷ মরে গেলেও আত্মসমর্পণ করব না৷ শিবসেনা ছাড়ব না৷ কোনও কেলেঙ্কারিতে আমি জড়িত নই৷ শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের নামে শপথ নিয়ে কথাগুলি বলছি৷ বালাসাহেব আমাদের লড়াই করা শিখিয়েছেন৷ শিবসেনার জন্য লড়াই আমি চালিয়ে যাব৷

সঞ্জয় রাউতের বাড়িতে ইডির হানার খবরের পরই তাঁর বাসভবনের সামনে জড়ো হন অনুগামীরা৷ তাঁরা বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন পাত্র চওল জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সঞ্জয় রাউতের৷ অভিযোগ, ওই দুর্নীতিতে শিবসেনা সাংসদ, তাঁর স্ত্রী বর্ষা এবং কাছের কয়েকজন ব্যক্তি জড়িত৷ এই মামলাতে ইডি আগে একাধিকবার ডেকে পাঠিয়েছিল সঞ্জয় রাউতকে৷

গত ১ জুলাই তিনি ইডি দফতরেও গিয়েছিলেন৷ সেবার ১০ ঘণ্টা ধরে তাঁকে জেরা করে ইডি৷ গত ২০ জুলাই আবারও সঞ্জয়কে তলব করা হয়৷ কিন্তু তিনি হাজিরা দেননি৷ এরপর ২৭ জুলাই ডাকা হলে সংসদের অধিবেশনে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে ইডির দফতরমুখো হননি সঞ্জয় রাউত৷ তবে, ৭ অগস্টের মধ্যে হাজিরা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি৷ তাঁর আগেই রবিবার ইডি তাঁকে আটক করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*