‘জিনা হারাম করে দেব’, ফের বেফাঁস শওকত

Spread the love

কলকাতা পুলিশের নতুন ডিভিশন হয়েছে ভাঙড়ে। এদিকে কলকাতা পুলিশ চার্জ নিতে না নিতে বিগত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ছবিও দেখা দিয়েছে। এরইমধ্যে আবারও বেফাঁস মন্তব্য শওকাত মোল্লার। বিরোধীদের জিনা হারাম করে দেওয়ার হুমকি। সাফ বললেন, রাজনৈতিক লড়াইয়ে দু-একজন খুন হলেও শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না। তাঁর এ মন্তব্য নিয়েই নতুন করে চাপানউতর শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।

ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানেই এমনই মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। বলেন, “প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাঁদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে। শুধু তাই নয়, বোদরা এলাকায় তাঁদের জিনা হারাম করে দেব! দ্বায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি।” এ মন্তব্যকে নিয়েই বর্তমানে জোর শোরগোল শুরু হয়েছে রাজনীতির আঙিনায়। অন্যদিকে বিরোধীদের আবার সমাজ থেকে বয়কট করা এমনকি গ্রাম ছাড়া করার নিদান দিয়েছেন মালদহের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। তা নিয়েও চলছে বিতর্ক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*