“সব জায়গায় এক ফর্মুলায় আসন সমঝোতা নয়”: শশী থারুর

Spread the love

রাজ্যে জোট নিয়ে যখন নানা জল্পনা চলছে, তারই মধ্যে কলকাতায় কংগ্রেস সাংসদ শশী থারুর। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন তিনি। সেখানে শশীকে জোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিজেপিকে আমরা (ইন্ডিয়া) ঐক্যবদ্ধ হয়েই হারাতে চাই। আমাদের সকলের লক্ষ্য।” তবে আসন বণ্টন ইস্যুতে শশী থারুরের তত্ত্ব, প্রতিটা রাজ্যেই আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে রাজ্যভিত্তিক বিষয়টি হবে।

শশী থারুরের কথায়, আসন বণ্টন নিয়ে কারও কাছেই এমন কোনও তত্ত্ব নেই, যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, সমস্ত জায়গায় একই ফর্মুলায় আসন সমঝোতা হবেও না। যেমন কেরলে কংগ্রেস-সিপিএমের মধ্যে কোনও আসন সমঝোতা হচ্ছে না। এমনকী আলোচনাও শুরুও হয়নি।

তবে কংগ্রেস সাংসদের দাবি, কর্নাটকে সিপিএম কংগ্রেস আর অন্য শরিকরা একজোট হয়ে লড়াই করবে। এ প্রসঙ্গে উত্তর প্রদেশের কথাও তুলে আনেন শশী। বলেন, “অখিলেশের সঙ্গে আসন সমঝোতা হয়েছে। তাতে আমরা খুশি। আমরা আশা করি বাকি সব রাজ্যেই এভাবে আমরা জোট করে ফেলতে পারব।” তামিলনাড়ুতে আবার কংগ্রেস, সিপিএম, সিপিআই, ডিএমকের মধ্যে জোট খুব ভাল অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*