ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না। জয়ললিতা জীবিত থাকাকালীনও ক্ষমতার লোভ করিনি। তাঁর মৃত্যুর পরেও করব না। চিঠিতে একথা লিখেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শশীকলা।
জয়ললিতার এক সময়ের সঙ্গী শশীকলা তামিলনাড়ুর শাসক দল এআইডিএমকে থেকে বহিষ্কৃত হন। গত জানুয়ারিতে জেল থেকে ছাড়া পান তিনি। সামনেই বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। আর তার আগেই শশীকলার এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিন, এআইএডিএমকে সদস্যের প্রতি বার্তা দিয়ে শশীকলা বলেছেন, আমি চাইব সমস্ত এআইএডিএমকে কর্মী একজোট হয়ে লড়াই করুক। আর ডিএমকেকে হারাক। তার জন্য ভগবান ও জয়ললিতার কাচে প্রার্থনা জানাবেন বলে উল্লেখ করেছেন তিনি। দুর্নীতির দায়ে ৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন শশীকলা। জানুয়ারিতে জেল থেকে মুক্তি পান। এরপর তিনি তাঁর পুরনো পদ এআইএডিএমকের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরতে চান বলে জল্পনা শুরু হয়। এরই মধ্যে রাজনীতি থেকে অবসরের ঘোষণা তাৎপর্যপূর্ণ।
তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন শশীকলা। বরাবরই তাঁর পাশে দেখা গিয়েছে এই নেত্রীকে। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। বোন হিসেবেই শশীকলাকে সম্বোধন করতেন জয়ললিতা। তাঁর মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন, যে অবশেষে সময় এসেছে শশীকলার।
Be the first to comment