ফের অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
টেন্ডারে দুর্নীতি মামলায় গ্রেফতার হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল শুভেন্দু সত্যব্রত দাস ওরফে স্বপন। গতকাল, বুধবার সকালে ভবানীপুর থানায় তলব করা হয় শুভেন্দু ঘনিষ্ঠ নেতাকে। এরপর সিটের তদন্তকারীরা তাঁকে ম্যারাথন জেরা করে। অবশেষে রাত ১১টা নাগাদ সত্যব্রত দাসকে গ্রেফতার করা হয়।
সত্যব্রত দাস পেশায় ঠিকাদার। ২০১৭ সালে হলদিয়া পুরসভার ১নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। ২০২১ সালে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আরেক শুভেন্দু ঘনিষ্ঠ নেতা শ্যামল আদকের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। শ্যামল আদকের বিরুদ্ধেও আর্থিক
তছরূপের অভিযোগ আছে।
ইতিমধ্যে পুরসভার টেন্ডার সংক্রান্ত দেড় হাজার ফাইল পুলিশ বাজেয়াপ্ত করেছে। সেই ঘটনায় ২ অক্টোবর হলদিয়া আদালত গ্রেফতার পরোয়ানা জারি করে। কিন্তু পরিস্থিতি বুঝেই তার আগে গা ঢাকা দেন শ্যামল। পুলিশের খাতায় আপাতত ফেরার তিনি।
Be the first to comment