ভিনদেশে কাজ করতে গিয়ে বিপত্তি। সৌদি আরবে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার যুবকের। মুর্শিদাবাদের কান্দির বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা ওই যুবক শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে গোটা গ্রামে নেমেছে শোকের ছায়া। বুধবার সন্ধেয় ছেলের মৃত্যুশোক পাওয়ার পর থেকে শোকে ভাসছেন পরিজনেরা।
নিহত বছর চৌত্রিশের আলি হোসেন শেখ, মুর্শিদাবাদের কান্দি মহকুমার খোরজুনা গ্রাম পঞ্চায়েতের বধুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীবউদ্দিন আহমেদ জানান, অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান তিনি। অভাবের সংসারের হাল ফেরানোর জন্য আলি হোসেন বছরখানেক আগে সৌদি আরবে গিয়েছিলেন। ঈদে বাড়ি ফেরার কথাও ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত আসা হয়নি বাড়িতে।
পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো আলি হোসেন বুধবার বাড়িতে ফোন করেন। মাথায় যন্ত্রণা হচ্ছে বলে জানান। অল্প সময় কথা বলেই ফোন কেটে দেন। কিছুক্ষণ পর বাড়িতে আলি হোসেনের মৃত্যুর খবর পৌঁছয়। খবর পান প্রতিবেশীরাও। তারপর থেকেই এলাকায় নেমেছে শোকের ছায়া।
গ্রামবাসীদের অনুরোধ, প্রশাসনিক উদ্যোগে বাড়ি ফিরুক আলি হোসেনের পরিবার। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনিক কর্তাব্যক্তিদের। মৃতদেহ গ্রামে ফেরানোর জন্য সবরকম চেষ্টা ইতিমধ্যেই শুরু করেছে প্রশাসন।
Be the first to comment