হাজিরা দেওয়ার প্রায় সাড়ে ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ। ১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার তাঁকে তলব করেছিল ইডি। তিনি ১০০ শতাংশ সহযোগিতা করেছেন বলে দাবি করেন।
জানা গিয়েছে, ইডি দফতরে অভিনেত্রী-নেত্রীকে তাঁর সম্পত্তি এবং লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিছু নিয়োগ মামলার তদন্তকারী আধিকারিক-সহ অন্যান্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। এঁদের মধ্যে মহিলা আধিকারিকেরা ছিলেন। ব্যাঙ্কের নথি, আয়কর রিটার্ন, সম্পত্তির নথি লেনদেনের তথ্য আনতে বলা হয়েছিল সায়নীকে। বেশ কিছু নথি এনেওছিলেন তিনি। কুন্তলের থেকে কী টাকা পেয়েছেন? কোনও আর্থিক সুবিধা পেয়েছেন কি না, কুন্তল তাঁর কোনও সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন কি না, বা কোনও অনুষ্ঠানের খরচ বহন করেছিলেন কি না সে সবও খতিয়ে দেখা হচ্ছে।
সাড়ে ১১টায় হাজিরা দেবার কথা, ১১টায় ব্রেকিং নিউজও গেছে, আসছেন না সায়নী, না আসলে কী কী হতে পারে বুঝিয়েছেন সাংবাদিক, তারপর ঠিক ১১ টা ২০তে সায়নী ঘোষের গাড়ি ঢোকে সিজিও কমপ্লেক্সে।
একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সে সময়ে রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছিলেন তিনি। সেসময়ে হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ্য দেখে অবাক হয়ে যান ইডি আধিকারিকরা। তবে পঞ্চায়েত ভোট নিয়ে ইদানীং ব্যস্ত রয়েছেন যুব তৃণমূল সভানেত্রী। তৃণমূল সূত্রে খবর, জোরকদমে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
Be the first to comment