আজ, বুধবার সায়নী ঘোষ কি হাজিরা দেবেন ইডি দফতরে? রাজনৈতিক মহলে সেই চর্চাই চলছিল। কিন্তু সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি দফতর নয়, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ সায়নী গলফ গ্রিনের বাড়ি থেকে বেরিয়ে কাকভোরেই
রওনা দেন বর্ধমানের উদ্দেশে। পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচার করেন। আগামিকালও একই কর্মসূচি রয়েছে যুব তৃণমূল সভানেত্রীর।
গলসি থেকে এদিন সায়নী ঘোষ বলেন, “ভোটের আর দুদিন বাকি। যুব সভানেত্রী হিসেবে আমার একটা দায়িত্ব থেকেই যায়। আমি সমস্ত নথি পাঠিয়েছি। ইডিকে বলা আছে, ভার্চুয়ালি যদি প্রয়োজন পরে আমি অবশ্যই সহযোগিতা করব। ১১ তারিখ অর্থাৎ ফল প্রকাশের যতবার ডাকা হবে সশরীরে হাজিরা দেব।”
এদিন সকালেই অবশ্য সায়নীর বিষয়টি স্পষ্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। “রহস্য” উন্মোচন করে কুণাল বলেন, “আমি যতটুকু জানি, আজ সায়নী ঘোষ ভোটের প্রচার করবেন বর্ধমানের গলসীর দিকে। তদন্তকারী সংস্থাকে সায়নী চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সামনে ভোট বলে তিনি যেতে পারছেন না। ভোটের পর যেদিনই ডাকা হবে, তিনি সেদিনই যাবেন। তদন্তে সহযোগিতা করবেন। তদন্তকারীরা যে সমস্ত নথি চেয়েছিলেন, সায়নী ৫৩০ পাতার তথ্য পাঠিয়ে দিয়েছেন। দলের প্রচার করতে তিনি রওনা হয়ে গিয়েছেন।”
Be the first to comment