৮টি NPA বিক্রি করার সিদ্ধান্ত নিলো এসবিআই, যার মোট মূল্য ৩ হাজার ৯০০ কোটি টাকা!

Spread the love
কিছু করেই তামাদি ঋণ আদায় হচ্ছে না৷ শেষ পর্যন্ত নন পারফরমিং অ্যাসেটস (NPA) বিক্রি করে দেওয়ার পথেই হাঁটছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ৮টি NPA বিক্রি করছে এসবিআই৷ যার মোট মূল্য ৩ হাজার ৯০০ কোটি টাকা ৷
এই NPA গুলি বিক্রির জন্য টেন্ডার ডেকেছে এসবিআই৷ বিভিন্ন অ্যাসেট রি-কনস্ট্রাকশন ইন্সস্টিটিউট ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে বিক্রির জন্য আহ্বান জানিয়েছে স্টেট ব্যাঙ্ক৷ অর্থাত্‍‌, এ বার ওই NPA গুলি থেকে টাকা আদায়ের দায়িত্ব নেবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ৷
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে টেন্ডারের বিস্তারিত দেওয়া হয়েছে৷ ৮টি অ্যাকাউন্টের মধ্যে রয়েছে কলকাতার সংস্থা রোহিত ফেরো টেক (সবচেয়ে বেশি তামাদি ঋণ, ১৩২০.৩৭ কোটি টাকা), ইন্ডিয়ান স্টিল কর্পোরেশন লিমিটেড (৯২৮.৯৭ কোটি টাকা), জয় বালাজি ইন্ডাস্ট‌্রিজ লিমিটেড (৮৫৯.৩৩ কোটি টাকা) ও মহালক্ষ্মী টিএমটি প্রাইভেট লিমিটেড (৪০৯.৭৮ কোটি টাকা)৷ এছাড়া রয়েছে ইম্পপেক্স ফেরো টেক, কোহিনূর স্টিল, মর্ডান ইন্ডিয়া কনকাস্ট ও বল্লারপুর ইন্ডাস্ট‌্রিজ ৷
২৬ সেপ্টেম্বর এই অ্যাকাউন্টগুলির ই-বিডিং হবে৷ এর আগে অগাস্টে ২টি NPA অ্যাকাউন্ট বিক্রি করেছিল এসবিআই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*