সরকারি নির্দেশ মতো ২ মে থেকে স্কুলগুলিতে চলছে গরমের ছুটি। যা চলার কথা ১৫ জুন পর্যন্ত। বেসরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি কার্যকর না করায় সতর্ক করে স্কুলশিক্ষা দপ্তর। প্রয়োজনে অনলাইন ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়। শুক্রবার বেসরকারি স্কুলগুলি সরকারি নির্দেশ মানবে বলে স্কুলশিক্ষা দপ্তরকে জানিয়ে দিয়েছে।
ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “২ মে থেকে ৪৫ দিন গরমের ছুটির পরিস্থিতি এখন আর নেই। তাপপ্রবাহ কমেছে। এই পরিস্থিতিতে অফলাইনে পঠন-পাঠন দরকার। করোনা পরিস্থিতির জন্য পড়াশোনায় ক্ষতি হয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, সরকার ছুটি ঘোষণার পর বেশ কিছু বেসরকারি স্কুল শুরুর সময় এগিয়ে আনে। কোনও কোনও প্রতিষ্ঠান ভরসা রেখেছিল অনলাইন মোডে। সরকারি কর্তারা সতর্ক করার পর সবাই জানিয়ে দিয়েছে তারা অনলাইনে ক্লাস করাবে।
Be the first to comment