এস সি এস টি সার্টিফিকেট পেতে গ্রাম বাংলার মানুষের নাভিশ্বাস উঠছে। আমার এলাকার একটা গ্রামেই প্রায় ২৫০-৩০০ পরিবার আছে। কিন্তু সার্টিফিকেট দানের ক্ষেত্রে নিচুতলার আধিকারিকরা তাদের হয়রানি করছে। বিধানসভা অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতোকে এই প্রশ্ন করে শাসক দলের অস্বস্তি বাড়ালেন হাওড়া শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালিপদ মন্ডল। কংগ্রেস বাম বিধায়কদের তরফে টেবিল চাপড়ে তাকে সমর্থন জানানো হয়। মন্ত্রী জানান তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। স্পিকার বিমান ব্যানার্জীর তরফেও মন্ত্রীকে অনুরোধ করা হয় যত দ্রুত সম্ভব এই ধরণের অভিযোগে ব্যবস্থা নিতে।
Be the first to comment