সন্দেশখালি কাণ্ডে ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। এদিন আদালতে শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করলেন ইডির আইনজীবী। তাঁর কথায়, লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তাহলে কেন পুলিশ খুঁজে পাচ্ছে না, সেটাই প্রশ্ন। পুলিশের ভূমিকায় খুশি নয় আদালতও। কিন্তু সিবিআই তদন্তভার পাবে কি? স্পষ্ট হবে বিকেল ৪ টেয়।
সন্দেশখালি কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। জল গড়িয়েছে আদালতে। সিবিআই তদন্তের দাবি নিয়ে হাই কোর্টে ইডি। বুধবার সেই মামলার শুনানিতে ইডির আইনজীবী বলেন, “পুলিশি তদন্তে ভরসা নেই। আমরা রাজ্যের তদন্তে আপত্তি জানাচ্ছি। তদন্ত করছে দেখাতে নতুন ধারা যুক্ত করেছে রাজ্য।” পালটা বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, শাহজাহান শেখ PMLA অপরাধে যুক্ত কি না। ইডির আইনজীবী জানান, না। এর পর বিচারপতি বলেন, “পুলিশ পারেনি গ্রেপ্তার করতে। ইডি রেড করতে গিয়ে আক্রান্ত। কীভাবে আশা করছেন সিবিআই তাঁকে ধরতে পারবে? আপনাদের সব ক্ষমতা আছে। কেন্দ্রীয় বাহিনী আছে। তার পরও সমস্যা হচ্ছে।”
এর পর প্রশ্ন ওঠে ইডি আদৌ শাহজাহানকে গ্রেপ্তার করার অনুমতি রয়েছে কি না। ইডির আইনজীবী বলেন, “আমরা গিয়েছিলাম আইন মেনে। কিন্তু ঢুকতেই দেওয়া হয়নি। আমরা আদালতে সেটাই জানাতে এসেছি। পুলিশ ওঁকে কোনওদিনই ধরতে পারবে না।” এর পরই সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “এটা যদি আমাদের হাতে দেওয়া হয় তাহলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এর দায়িত্ব নেবে। রামজয়ন্তিতে ঝামেলার পর হনুমান জয়ন্তিতে সিবিআই দায়িত্ব পেয়েছিল। তাতে কোনও গোলমাল হয়নি।” বিকেল চারটেয় সিদ্ধান্ত জানাবে আদালত।
Be the first to comment