প্রতীকী ছবি,
বিভিন্ন দাবি নিয়ে বাম যুব ও ছাত্র সংগঠনের মিছিল আটকাল পুলিস। বৃহস্পতিবার, সকালে একাধিক দাবিতে এসএফআই, ডিওয়াইএফআই-এর কর্মী, সমর্থকরা নবান্ন অভিযানের জন্য পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত থেকে আসানসোলে জমায়েত করেন। তাঁদের মধ্যেই একদল এসএফআই কর্মী সমর্থক অন্ডালের দুবচুরুরিয়া থেকে আসানসোলের উদ্দেশ্যে বাইক মিছিল করে যাচ্ছিলেন।
অভিযোগ, মাঝ পথেই তাঁদের বাধা দেয় পুলিস। আটক করা হয় এসএফআই-এর জেলা সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজনকে। এর জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রচুর পুলিস ও কমব্যাট ফোর্স মোয়াতেন করা হয়েছে।
Be the first to comment