এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সাথে ধস্তাধস্তি, চলল লাঠি, বেশ কয়েকজন আটক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এসএফআইয়ের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি চত্বর। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং রাজ্যের শিক্ষার পরিকাঠামোর অবনতির অভিযোগে সোমবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের ডাক দেয় এসএফআই। সেই মিছিল বিকাশ ভবনে পৌঁছানোর আগেই আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা।

মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রর চেহারা নেয়। এরপরই বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, আগেই রাজ্যের শিক্ষামন্ত্রীর ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করেছিল সিপিআইএমের ছাত্র সংগঠন। সেখানে সব ক্ষেত্রেই শূন্য পেয়েছিল রাজ্যের শিক্ষা মন্ত্রী বাত্য বসু। এরপরই এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয় ২৭ জানুয়ারি অর্থাৎ সোমবার ওই ‘রিপোর্ট কার্ড’ নিয়ে তাঁরা বিকাশ ভবন অভিযান করবে। সেই মতো সোমবার দুপুরে সল্টলেকের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল শুরু করে এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। অন্যদিকে, সেই মিছিল আটকাতে তৎপর ছিলো বিধাননগর পুলিশও। আগে থেকেই গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো ছিল। সেই ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা। সেসময় পুলিশের সাথে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। এরপরই মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রর চেহারা নেয়। তারপরই লাঠিচার্জ করে পুলিশ। অনেকে বিক্ষোভকারী রাস্তায় শুয়েও পড়েন। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় যথেষ্ঠ উত্তপ্ত ওই এলাকা। ঘটনাস্থলে প্রচুর সংখ্যায় র‍্যাফও মোতায়েন ছিল।
অন্যদিকে, সিপিআইএমের ছাত্র সংগঠন অভিযোগ করে, মহিলা সমর্থকদের মেরেছে পুরুষ পুলিশ। মহিলা কোনও পুলিশই সেই সময়ে ঘটনাস্থলে ছিল না। পাশাপাশি এও অভিযোগ, আটক করা তাঁদের এক সমর্থক অসুস্থ হয়ে গেলেও তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি। তাঁকে যতক্ষণ না ছাড়া হবে ততক্ষণ বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*