
রোজদিন ডেস্ক, কলকাতা:- পবিত্র ঈদের দিনেই শোক নেমে এলো। চার চাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দুই বছরের একটি নিষ্পাপ শিশু। নিমেষেই ঈদের খুশি বদলে গেল বিষাদে। জানা গিয়েছে, শিশুটি খেলতে খেলতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিল। তখনই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল একটি হুন্ডাই ভেন্যু চার চাকার গাড়ি। নিমিষের মধ্যে পিষে দিয়ে গেল শিশুটিকে।এবং গাড়ি চালাচ্ছিল একটি ১৫ বছরের একজন কিশোর।তাঁর গাড়ির চাকাতেই পিষ্ট হয়ে মারা গিয়েছে নিষ্পাপ শিশু। বিষয়টি আবারও মনে করিয়ে দিচ্ছে, কীভাবে বিনা লাইসেন্সে অপ্রাপ্তবয়স্ক দের গাড়ি চালানোর মাত্রা বেড়ে যাচ্ছে, কীভাবে তাঁরা আইন লঙ্ঘন করছেন! ঘটনাটি ঘটেছে, রবিবার (৩০ মার্চ) দিল্লির পাহাড়গঞ্জে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি এক প্রতিবেশীর এবং দুর্ঘটনার সময় প্রতিবেশীর ছেলে গাড়িটি চালাচ্ছিল। বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং অবহেলার কারণে মৃত্যু হয়েছে শিশুর। ইতিমধ্যেই এই বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত কিশোরের বাবা পঙ্কজ আগরওয়ালকে হেফাজতে নিয়েছে। ছোট্ট শিশুটির মর্মান্তিক মৃত্যুতে ঈদের আনন্দ নিমেষেই বিষাদে পরিনত হয়েছে। এই দুর্ঘটনা আবারও অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর বিরুদ্ধে আইন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে।
Be the first to comment