
রোজদিন ডেস্ক, কলকাতা:- সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির অন্যতম শীর্ষ নেতার এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ইতিমধ্যে শুক্রবার, ২৫ জন সাংগঠনিক জেলা সভাপতিদের নামও ঘোষণা করেছে বঙ্গের গেরুয়া শিবির৷ সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যে রাজ্য বিজেপির নয়া সভাপতির নামও জানা যাবে। দলীয় সূত্রে খবর, ২৬ মার্চ বা তার দু’দিন পর বাংলায় পা রাখার সম্ভাবনা রয়েছে শাহের।
সম্প্রতি একটি অনুষ্ঠানে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। তিনিও জানিয়েছিলেন, মার্চে বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি কোন তারিখে, কতদিনের সফরে আসছেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু এখনও জানা যায়নি।
জানা যাচ্ছে, বঙ্গ সফরে এসে শাহ রাজ্যে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, একথাও ঠিক যে বারবার দলের অভ্যন্তরের কোন্দল প্রকাশ্যে আসছে ৷ একাধিক জায়গায় সাংগঠনিকভাবে দল যে কিছুটা দুর্বল, সে কথা অস্বীকার করা যায় না। এই সব বিষয়গুলিতে নজর দিতে এবং নতুন মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতিদের নির্বাচিত করা হয়েছে। তাঁদের সঙ্গেও আলোচনায় বসবে শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য, এর আগে বাংলায় এসে অমিত শাহ সদস্য পদের টার্গেট বেঁধে দিয়েছিলেন এক কোটি। তবে সেই এক কোটি ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। সেই বিষয় নিয়েও আলোচনা হতে পারে ৷
Be the first to comment