সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাকিল আহমেদ

Spread the love

সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হল হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাকিল আহমেদকে। বৃহস্পতিবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) শ্রীনগরের রামবাগ এলাকা থেকে গ্রেফতার করে শাকিলকে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত এবং হিজবুল জঙ্গিদের অর্থ যোগানোর অভিযোগ আনা হয়েছে। গত বছর অক্টোবরে দিল্লিতে ধরা পড়েছিলেন সালাউদ্দিনের বড় ছেলে সৈয়দ শাহিদ ইউসুফ।

এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সৈয়দ সালাউদ্দিন নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান। সালাউদ্দিনকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকাও। উপত্যকায় নাশকতার চেষ্টা চালিয়ে যাওয়া সালাউদ্দিনের ছেলে সৈয়দ শাকিল আহমেদ অবশ্য উপত্যকাতেই থাকেন। ‘শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ কলেজের ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজ করেন শাকিল।

এনআইএ সূত্রে খবর, উপত্যকায় সক্রিয় হিজবুল জঙ্গিদের অর্থের যোগান দিতেন শাকিল। বহুবার নানা সন্ত্রাসবাদী কাজের জন্য জঙ্গিদের টাকা পাঠিয়েছিলেন তিনি। অনেকদিন ধরেই শাকিলের উপর নজর রেখে চলেছিল এনআইএ-র অফিসারেরা।

বৃহস্পতিবার সকালে এনআইএ, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের একটি বড় দল রামবাগ এলাকা থেকে গ্রেফতার করে শাকিলকে। গত বছর অক্টোবরে সৌদি আরব ভিত্তিক হিজবুল জঙ্গি এজাজ আহমেদ বাটের সঙ্গে যোগসাজস এবং উপত্যকায় সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সালাউদ্দিনের বড় ছেলে সৈয়দ শাহিদ ইউসুফকে।

ইউসুফের বিরুদ্ধে অভিযোগ ছিল, সৌদি আরবে বসবাসকারী হিজবুল জঙ্গি এজাজ আহমেদ বাট মানি ট্রান্সফার-এর মাধ্যমে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে একাধিক বার তাঁকে টাকা পাঠিয়েছেন। সেই টাকা কাশ্মীরে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*